২৬ মার্চ, ২০১৯ ১৫:০৪

'স্বাধীনতা মানে সিদ্ধান্তগুলো আমার মতো করে নেয়া'

পিয়া জান্নাতুল

'স্বাধীনতা মানে সিদ্ধান্তগুলো আমার মতো করে নেয়া'

আমার কাছে স্বাধীনতা মানে আমি কি করবো, কীভাবে কথা বলবো, কী পড়বো, কাজ করবো কি করবো না, মডেলিং করবো নাকি ওকালতি করবো, রাতে কখন বাড়ি ফিরব, মানুষ কে কতটুকু সাহায্য করবো, বিদেশ যাবো এই সিদ্ধান্তগুলোকে আমার মতো করে নেয়া।

যা আমি আমার ১৬ বছর বয়স থেকে একাই নিয়ে আসছি। আমার কাছে স্বাধীনতা মানে আমি বিয়ে করলেও আমার নিজের মতো করে বাঁচার অধিকার আছে, নিজেকে নিয়েও ভাবার সময় আছে।

যা বললাম এই গুলো একটা মেয়ে এখনও স্বাধীনতার ৪৮ বছর পরে ঠিক করে পায় বলে আমার মনে হয় না।

দেশ স্বাধীন হলেও আমাদের সমাজ এর মানুষের মন মানসিকতা এখনো পরাধীন করে রেখেছে। হয় তো এ থেকেও বের হলে আসতে পারবো। যা হোক স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে।

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর