২৩ অক্টোবর, ২০১৫ ১১:৫৩

জেগে উঠলো ৪০০ বছরের পুরনো চার্চ!

অনলাইন ডেস্ক

জেগে উঠলো ৪০০ বছরের পুরনো চার্চ!

দক্ষিণ মেক্সিকোর চিয়াপাসে পানির নিচ থেকে মাথা তুলে জেগে উঠলো ৪০০ বছরের পুরনো এক চার্চ। ১৬০০ শতকে এই চার্চটা বানানো হয়েছিল।

পানির একেবারে কাছে অবস্থিত হওয়ায় চার্চটি ডুবে যায়। কিন্তু এবার খরার কারণে পানির স্তর ওই এলাকায় প্রায় ৮২ ফুট নেমে গেছে। তার ফলেই এতদিন পর পানি থেকে মাথা তুলেছে আস্ত এই চার্চটি।

ইতিহাসবিদরা বলছেন, এর আগেও একবার ভেসে উঠেছিল চার্চটি। কিন্তু পানি বাড়লে সেটা ফের ডুবে যায়। দার্ঘদিন বাদে আবার মাথা তুলে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে এই চার্চটি। কিন্তু এবার কী হবে? আবার কি হারিয়ে যাবে পানির তলায়, নাকি সেটাকে সংরক্ষণের ব্যবস্থা নেয়া হবে?

বিডি-প্রতিদিন/২৩ অক্টোবর ২০১৫/ এস আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর