১৭ নভেম্বর, ২০১৫ ১৪:২৫

পৃথিবীর সবচেয়ে পুরনো গাছটি চীনে!

অনলাইন ডেস্ক

পৃথিবীর সবচেয়ে পুরনো গাছটি চীনে!

চীনে এক হাজার ৩০০ বছরের পুরনো গাছের সন্ধান পেয়েছেন গবেষকরা। এটিকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে পুরনো গাছ। টেক্সাস চাইনেনসিস নামে ওই গাছটি বিপন্ন প্রজাতির বলে জানিয়েছেন তারা। গাছটির ডাক নাম ইউ।

চীনের হুনান প্রদেশের দোংগান কাউন্টির ইয়ংঝাউ শহরের কাছে শুনহুয়াংশান জঙ্গলে গাছটি দেখতে পান গবেষকদল।

বিপন্ন প্রজাতির এই গাছটি পৃথিবীতে আগে অহরহ দেখা যেত। কিন্তু গাছটির ক্যান্সার নিরাময় ক্ষমতা প্রকাশ্যে আসতেই দু‌র্যোগ ঘনায়। চীনে পুরনো বৃক্ষশুমারি চলাকালে সন্ধান পাওয়া যায় পুরনো এ গাছটির।

৩৫ মিটার উঁচু ও ২.২ মিটার চওড়া গাছটিকে প্রজন্মের পর প্রজন্ম ধরে আগলে রেখেছেন গ্রামবাসীরা। মূল গাছটির দু'পাশে রয়েছে আরও দু'টি গাছ।

পৃথিবীতে এখন ২৫ লক্ষ এই প্রজাতির গাছ রয়েছে। কেবলমাত্র উষ্ণ ও আর্দ্র পরিবেশেই বাড়তে পারে এ গাছ। ভারতের অরুণাচল প্রদেশেও এই প্রজাতির দেখা মেলে।

বিডি-প্রতিদিন/১৭ নভেম্বর ২০১৫/ এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর