৩০ নভেম্বর, ২০১৫ ১৫:৪৭

পদ্মায় ধরা পড়লো ২৯ কেজি ওজনের মাছ

কামরুজ্জামান সোহেল, ফরিদপুর

পদ্মায় ধরা পড়লো ২৯ কেজি ওজনের মাছ

ফরিদপুরের পদ্মা নদী থেকে বড়শি ফেলে ২৯ কেজি ওজনের একটি কাতলা মাছ ধরে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন সৌখিন মৎস্য শিকারী আসলাম শেখ। সোমবার সকালে শহরের টেপুরাকান্দিস্থ পদ্মা নদী থেকে বড়শি দিয়ে তিনি এ মাছটি ধরেন। 

ব্যবসায়ী আসলাম শেখ জানান, সাড়ে দশটার দিকে তার বড়শিতে বিশাল আকারের এ মাছটি ধরা পড়ে। দীর্ঘ ১ ঘণ্টা চেষ্টার পর মাছটি তিনি তুলতে সক্ষম হন। বিশাল আকারের এ মাছটি দেখতে হাজারো মানুষ ভীড় করেন আসলাম শেখের বাড়ি শহরের গুড় বাজারে। 

আসলাম শেখ শখের বসে মাছ ধরে থাকেন। এর আগে তিনি ৭/৮ কেজি ওজনের মাছ ধরেছেন। পদ্মা নদী থেকে ২৯ কেজি ওজনের কাতলা মাছ ধরা পড়ার ঘটনা এবারই প্রথম। কাতলা মাছটির দাম ৩৪ হাজার টাকা উঠলেও আসলাম শেখ মাছটি বিক্রি করেননি।


বিডি-প্রতিদিন/ ৩০ নভেম্বর, ২০১৫/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর