১২ ডিসেম্বর, ২০১৫ ১১:৪৯

সৌদি নারীরা যে কাজগুলো করতে পারে না

অনলাইন ডেস্ক

সৌদি নারীরা যে কাজগুলো করতে পারে না

দেশে দেশে নারীদের কাজ ও চলাফেরার ওপর রয়েছে রাষ্ট্র, সমাজ ও পরিবার কর্তৃক আরোপিত নানা বিধি-নিষেধ। রাষ্ট্র, ধর্ম, সমাজ ভেদে এসব বিধি-নিষেধে রয়েছে ভিন্নতা। শনিবার (১২ ডিসেম্বর, ২০১৫) জীবনে প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন সৌদি নারীরা। ভোটাধিকার অর্জন করলেও এখনও তাদেরকে নানা নিয়মের মধ্যে দিয়ে চলতে হয়। এসব নিয়মের পক্ষে-বিপক্ষে রয়েছে যুক্তি। আসুন জেনে নিই এখনও কোন কাজগুলো সৌদি নারীরা চাইলেই করতে পারেন না।

বিশ্বের একমাত্র দেশ সৌদি আরব যেখানে নারীদের গাড়ি চালানোর অনুমতি নেই।

সৌদি নারীরা পরিবারের কোন পুরুষ সদস্য ছাড়া একা ভ্রমণে বের হতে পারেন না।

অভিভাবকের অনুমনি ছাড়া সৌদি নারীরা কাউকে বিয়ে করতে পারেন না।

অভিভাবকের (পিতা/স্বামী/ভাই) অনুমতি ছাড়া সৌদি নারীরা বাইরে কাজ করতে পারেন না।

নির্দিষ্ট পেশায় চাকরির সুযোগ নেই সৌদি নারীদের।

বোরকা ছাড়া বাইরে বের হতে পারে না।

উত্তরাধীকার সূত্রে সমান সম্পত্তির অংশীদার হতে পারে না।

পাবলিক প্লেসে অপরিচিত মানুষের সঙ্গে মেলামেশা নিষিদ্ধ।

পুরুষরা যত সহজে তালাক দিতে পারে, নারীরা সেভাবে পারে না।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

বিডি-প্রতিদিন/১২-১২-২০১৫/ এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর