১৯ ডিসেম্বর, ২০১৫ ১৩:৪৯

এবার ভিডিও কলে বানর!

অনলাইন ডেস্ক

এবার ভিডিও কলে বানর!

বানর পেতে যাচ্ছে স্কাইপে ব্যবহারের সুযোগ। ভবিষ্যতে বানররা ইন্টারনেট ব্যবহার করতে পারবে এমনটাই ধারণা দিয়েছেন বিজ্ঞানীরা। শুরুতে সঙ্গীত শিল্পী  পিটার গাব্রিয়াল এটা নিয়ে কাজ করায় আগ্রহী ছিলেন এবং তারই প্রকল্পে গবেষণায় নেমেছেন বিজ্ঞানীরা। ভিডিও ব্যবহারের মাধ্যমে বানর জাতীয় স্তন্যপায়ী প্রাণীকে যোগাযোগে অভ্যস্ত করার জন্যে তিনি এই ধরনের উদ্যোগ নিয়েছেন। একটি ব্রিটিশ পত্রিকায় গাব্রিয়াল জানিয়েছেন, এই উদ্যোগের জন্যে মাঙ্কি ওয়ার্ল্ড রেসকিউ সেন্টার এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) সঙ্গে তিনি কাজ করছেন। 

গাব্রিয়াল এ ব্যাপারে সফলতার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী। তিনি বলেন, 'আমি নিশ্চিত বানররা যোগাযোগের জন্য ইন্টারনেট এবং ভিডিও ক্যামেরা ব্যবহার করতে পারবে। এই উদ্যোগ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। বানরদের ওপর এই পরীক্ষাটি কিভাবে শুরু করা যাবে এই নিয়ে গবেষণা চলছে। 

উল্লেখ্য, ২০০১ সালে গাব্রিয়াল প্রথম এক বানরকে কম্পিউটার চালানো শিখিয়ে সংবাদ শিরোনামে আসেন। 


বিডি-প্রতিদিন/ ১৯ ডিসেম্বর, ২০১৫/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর