১২ জানুয়ারি, ২০১৬ ১৬:৩৭

কবুতরও মানুষের মত জুয়াড়ি!

অনলাইন ডেস্ক

কবুতরও মানুষের মত জুয়াড়ি!

পৃথিবীতে অনেক প্রাণী আছে যারা মানুষের মতো আচরণ করে। কিন্তু তাই বলে মানুষের সব রকম অভ্যাস বা আচরণ আয়ত্ব করবে এমনটা তো না। তবে অবাক করা তথ্য দিলেন গবেষকরা। তারা বলছেন কবুতর নাকি মানুষের মতোই জুয়াড়ি।

গবেষকরা কবুতরের আচার-আচরণ, ভঙ্গি পর্যবেক্ষণ করে জানিয়েছেন, কোনো বিষয়ে 'ঝুঁকি' থাকলে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় মানুষের মত একই রকম আচরণ করে কবুতরও। জুয়ার ক্ষেত্রেও তাই। তবে এটা অবশ্যই সত্যি মানুষ যেভাবে টাকাকে মূল্য দেয়, কবুতর সেভাবে ভাবে না। সেজন্য গবেষকরা পাখির খাদ্য নিয়ে এক পরীক্ষা চালায়। একটি রঙিন দরজা আর একটা জায়গায় ভাল খাবার রেখে পরীক্ষা চালানো হয়। দেখা যায় পায়ারা রঙিন দরজাকে ভাল খাবারের থেকেও বেশি 'মূল্য' দিচ্ছে। গবেষকদের ধারণা, মানুষের মতোই কবুতর দরকারী জিনিসের চেয়ে বস্তুগত জিনিসকে বেশি পছন্দ করে।

 

বিডি-প্রতিদিন/ ১২ জানুয়ারি, ২০১৬/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর