২০ জানুয়ারি, ২০১৬ ১২:৩৪

মারা গেলেন বিশ্বের প্রবীণতম পুরুষ

অনলাইন ডেস্ক

মারা গেলেন বিশ্বের প্রবীণতম পুরুষ

জাপানের বাসিন্দা ইয়াসুতারো কোয়ডে মারা গেলেন ১১২ বছর বয়সে। বিশ্বের প্রবীণতম পুরুষ হিসেবে পরিচিত ছিলেন তিনি। নিউমনিয়ায় আক্রান্ত হয়ে অনেকদিন ভুগেছেন ইয়াসুতারো। 

টোকিওর উত্তর পশ্চিমের ফুকুই প্রদেশে ১৯০৩ সালের ১৩ মার্চ তিনি জন্মগ্রহণ করেন ডকডব। বিশ্বের বয়স্কতম মানুষ হিসেবে গিনিজ বুক অফ ওয়ার্ল্ড তাকে স্বীকৃতি দেয় গতভ্যচভভ জুলাই মাসে। দীর্ঘ জীবন লাভের রহস্য কি জানতে চাইলে বলেছিরেন, সব সময় হাসিখুশি থাকা। আর শরীর-মনকে কষ্ট দিয়ে অতিরিক্ত কাজ না করা।

বর্তমানে সবচে' প্রবীণ ব্যক্তির নাম সুনা মুশেট জোন্‌স। মার্কিন যুক্তরাষ্ট্রের এই অধিবাসীর বয়স ১১৬।
 


বিডি-প্রতিদিন/ ২০ জানুয়ারি, ২০১৬/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর