২৬ জানুয়ারি, ২০১৬ ১১:৫৭

ভয়াবহ খরার কবলে ইথিওপিয়া

অনলাইন ডেস্ক

ভয়াবহ খরার কবলে ইথিওপিয়া

আহা! চোখে দেখেও কী সুখ! ইতালি এখন উত্সবমুখর। খালবিল পানিতে টইটম্বুর। টলটলে পানিতে ভেসে বেড়াচ্ছে নৌকার সারি। কে যেন রং ছড়িয়ে দিল ভোরেরই আকাশে। নানা আকার আর নিত্যনতুন ঢঙে সেজে উঠেছে নৌকাগুলো। রংবেরঙের পোশাকে নৌকা বাইছেন মাঝিরা। ভেনিস উত্সব বলে কথা! অথচ তার সম্পূর্ণ বিপরীত আফ্রিকার দেশ ইথিওপিয়া।    

হর্ন অব আফ্রিকা খ্যাত দেশটির যে দিকে চোখ যায় শুধু ধূ ধূ প্রান্তর। মাঠঘাট ফেটে চৌচির। পঞ্চাশ বছরে ভয়ঙ্করতম খরার কবলে ইথিওপিয়া। আজই আফ্রিকার এই ছোট্ট দেশটিতে শুরু ২৬তম আফ্রিকান ইউনিয়ন সম্মেলন। যোগ দিতে এসেছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। এই ভয়ঙ্কর দুর্দিনে শিশু বাঁচাও স্লোগান ইথিওপিয়ার মুখে।

বিডি-প্রতিদিন/২৬ জানুয়ারি, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর