১৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:০৫

পানিতে ভাসতে তৈরি 'টাইটানিক টু'

অনলাইন ডেস্ক

পানিতে ভাসতে তৈরি 'টাইটানিক টু'

১৯১২ সালে আটলান্টিক মহাসাগরে ডুবে গিয়েছিল টাইটানিক। তারপর কেটে কেটে গেছে বহু বছর। এবার পানিতে ভাসতে চলেছে 'টাইটানিক টু'। অস্ট্রেলিয়ার ধনী ব্যবসায়ী ও রাজনীতিবিদ ক্লাইভ পালমের একেবারে হুবহু টাইটানিকের মডেলে তৈরি জাহাজটি জনসম্মুখে আনতে যাচ্ছেন। 

১৯৯৭ সালে জেমস ক্যামেরন নির্মাণ করেন ক্লাসিক মুভি 'টাইটানিক'। দেখতে প্রায় মুভির জাহাজটির মতো একই রকম পালমেরের 'টাইটানিক টু'। এই জাহাজে থাকছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণি। ওজন, উচ্চতা, মাপ সবই একই রকম। থাকছে ঠিক ৯টা ডেক। শুধু চওড়ায় ১৩ ফুট বিস্তীর্ণ টাইটানিক টু।  ৮৪০টি কেবিনে তিনটি শ্রেণিতে থাকবেন ২,৪৩৫ যাত্রী, ৯০০ জন কর্মী।


বিডি-প্রতিদিন/ ১৩ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর