৬ মার্চ, ২০১৬ ১৬:৫০

আসছে সবচেয়ে দ্রুতগতির গাড়ি 'বুগাত্তি শিরন'

অনলাইন ডেস্ক

আসছে সবচেয়ে দ্রুতগতির গাড়ি 'বুগাত্তি শিরন'

ফরাসি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বুগাত্তি নতুন প্রজন্মের একটি হাই পারফরম্যান্স সুপারকার উন্মুচন করেছে। গত সোমবার জেনেভা মোটর শোতে 'দ্য শিরন' নামে এই গাড়িটি উন্মুক্ত করা হয়। কোম্পানির তথ্য মতে, শিরন-ই হতে যাচ্ছে বিশ্বের পরবর্তী সবচেয়ে দ্রুতগতির গাড়ি। অার এর মধ্য দিয়ে এতদিন পর্যন্ত সবচেয়ে দ্রুতগতির রেকর্ডধারী 'দ্য ভেইরন' গাড়ি যুগের সমাপ্তি ঘটতে যাচ্ছে। খবর সিএনএন'র

বুগাত্তি এখন 'দ্য শিরন'র কেবল চারটি মডেল তৈরি করছে। এর প্রত্যেকটিই হচ্ছে 'ভেইরন'র রূপভেদ। বুগাত্তি তাদের সবচেয়ে দ্রুতগতির জনপ্রিয় গাড়ি 'ভেইরন' বাজারে ছেড়েছিল ২০০৫ সালে।  গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস ২০১৩ সালে 'ভেইরন ১৬.৪ সুপার স্পোর্ট'কে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির গাড়ি হিসেবে স্বীকৃতি দিয়েছিল।

কোম্পানির তথ্যমতে, নতুন প্রজন্মের দ্য শিরন গাড়িটি হচ্ছে সম্পূর্ণ নতুন ধরনের। ভেইরনের চেয়েও এটি হবে অধিকতর গতিসম্পন্ন, শক্তিশালী এমনকি বেশি ব্যয়বহুল। ঘণ্টায় ৪২০ কিলোমিটার গতিসম্পন্ন এর প্রতিটির দাম পড়বে ২.৪ মিলিয়ন ইউরো।

উল্লেখ্য, বুগাত্তি প্রথম পর্যায়ে ৫০০টি শিরন গাড়ি তৈরি করবে। এর এক তৃতীয়াংশ গাড়ি তৈরির অাগেই বিক্রি হয়ে গেছে।  বাছাইকৃত গ্রাহকদেরকে ইতোমধ্যে গাড়িটি উপস্থাপন করা হয়েছে। চলতি ফল মৌসুমেই তাদেরকে গাড়িগুলো হস্তান্তর করা হবে।

বিডি-প্রতিদিন/৬ মার্চ ২০১৬/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর