৩০ মার্চ, ২০১৬ ১৪:৪০

ব্রিটেনে জোরপূর্বক বিয়ে ঠেকাতে প্রশিক্ষণ

অনলাইন ডেস্ক

ব্রিটেনে জোরপূর্বক বিয়ে ঠেকাতে প্রশিক্ষণ

ব্রিটেনে জোরপূর্বক বিয়ে ঠেকাতে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। বিশেষ করে এশিয়ান জনগোষ্ঠীর জন্য এই প্রশিক্ষণ কর্মসূচি বেশি জরুরি বলে জানানো হচ্ছে। খবর বিবিসির। 

এক জরিপে দেখা গেছে ২০১৫ সালে যুক্তরাজ্যে ১ হাজার ২শ’র মত জোরপূর্বক বিয়ের ঘটনা ঘটেছে। এটা ঠেকানোর জন্য স্বাস্থ্যকর্মীরা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এ কারণেই প্রশিক্ষণার্থী ডাক্তারদের শেখানো হচ্ছে কিভাবে বিভিন্ন লক্ষণ দেখে তারা বুঝতে পারবেন যে জোরপূর্বক বিয়ের ঝুঁকিতে কেউ আছে কিনা ।

ইউনিভার্সিটি কলেজে গবেষক নার্স আসমা আশরাফ জানান, জোরপূর্বক বিয়ের ঝুঁকিতে কেউ থাকলে তার মধ্যে বিষণ্ণতা, মনমেজাজ খারাপ থাকা, বা নিজেকে নিজে কষ্ট দেয়ার মতো বিধ্বংসী প্রবণতা দেখা দিতে পারে। এরকম মেয়েদের ডাক্তাররা প্রয়োজনীয় সেবা বা সহায়তা দেবেন।

প্রসঙ্গত, ২০১৪ সালে ব্রিটেনে জোরপূর্বক বিয়েকে একটি অপরাধ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।


বিডি-প্রতিদিন/ ৩০ মার্চ, ২০১৬/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর