১৩ এপ্রিল, ২০১৬ ১১:২৯

এটাই বিশ্বের দীর্ঘতম ট্রেন! (ভিডিও)

অনলাইন ডেস্ক

এটাই বিশ্বের দীর্ঘতম ট্রেন! (ভিডিও)

বিশ্বের সবথেকে বড় ট্রেন এটি। এই ট্রেনটির নাম 'অস্ট্রেলিয়ান বিএইচপি আয়র ওরে ট্রেন'।

২০১১ সালে অস্ট্রেলিয়ার নিউম্যান থেকে পোর্ট হেডল্যান্ডে ২৭৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে মালবাহি এই ট্রেনটি।

ট্রেনটির দৈর্ঘ্য ৭.৩৫৩ কিলোমিটার (৪.৫৭ মাইল)।

ট্রেনটিতে ছিল ৬৮২ ওয়াগন লোহা ও 8 GE AC6000 locomotives। মোট ওজন ছিল ১ লক্ষ টন।

পুরো ট্রেনটা চালাচ্ছিলেন একজন মাত্র চালক। গিনিস বুকের বিচারে এটাই দুনিয়ার বুকে চলা সবথেকে দীর্ঘতম ট্রেন।

 

বিডি-প্রতিদিন/১৩ এপ্রিল ২০১৬/ হিমেল-০৩

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর