১৯ এপ্রিল, ২০১৬ ১১:১৬

যে পাখির ডানা নেই

অনলাইন ডেস্ক

যে পাখির ডানা নেই

প্রায় ১৫০ বছরের গবেষণায় উঠে এসেছে আশ্চর্য তথ্যটি। বিজ্ঞানীরা জানালেন, ৬ কোটি বছর আগে এমন এক পাখি পৃথিবীতে ছিল, যে পাখি উড়তে পারতো, সেই পাখির জাত থেকেই জন্ম ডানাহীন পাখির। 

বিজ্ঞানীরা জানিয়েছেন, একসময় উড়তে পারা পাখির সমস্ত গুণাবলী এই পাখির মধ্যে থাকলেও বিবর্তিত হতে হতে সেই পাখি এখন স্তন্যপায়ী প্রাণীতে রূপান্তরিত হয়েছে। বিজ্ঞানীরা আরওজানাচ্ছেন বলছেন, কিউই এবং হাতি পাখির সমন্বয়ে এই ডানাহীন পাখি।

১৯৯০ সালের এক গবেষণায় এই পাখিকে কিউই প্রজাতির 'আত্মীয়' বলে আখ্যা দেয়া হয়েছিল।


বিডি-প্রতিদিন/ ১৯ এপ্রিল, ২০১৬/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর