২০ এপ্রিল, ২০১৬ ১৩:৫৩

তিরুপতি মন্দিরের ব্যাংকে ১৩১১ কেজি স্বর্ণ জমা

অনলাইন ডেস্ক

তিরুপতি মন্দিরের ব্যাংকে ১৩১১ কেজি স্বর্ণ জমা

ভারতের তিরুপতি বালাজি মন্দির রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ১৩১১ কেজি স্বর্ণ জমা করেছে। মন্দির কর্তৃপক্ষ একথা জানিয়েছে। সোমবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ১৩১১ কেজির স্বর্ণের বার জমা করা হয়েছে।

তিন বছরের স্বল্পমেয়াদী প্রকল্পে এই স্বর্ণ জমা করার জন্য বেছে নেওয়া হয়েছে যাতে এই প্রকল্পের সর্বাধিক বার্ষিক সুদ ১.৭৫ শতাংশ পাওয়া যায়। অন্ধ্রপ্রদেশে অবস্থিত বালাজি শ্রী ভেংকটেশ্বর স্বামী মন্দির পৃথিবীর অন্যতম বিত্তশালী মন্দির বলে পরিচিত।

প্রতি বছর এই মন্দিরে প্রণামী হিসেবে ভক্তরা কোটি কেটি টাকার অর্থ ও অলংকার জমা করে থাকেন। এবারে মন্দিরের বাজেটে বার্ষিক আয় ধরা হয়েছে ২ হাজার ৬শ' কোটি টাকা। এর মধ্যে সুদ বাবদ আয় হবে প্রায় ৮০০ কোটি টাকা।

অন্যদিকে, মন্দিরে কর্মচারীদের বেতন বাবদ খরচ প্রায় ৫০০ কোটি টাকা।

 

 


বিডি প্রতিদিন/ ২০ এপ্রিল, ২০১৬/ হিমেল-১৪

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর