২৪ এপ্রিল, ২০১৬ ১৪:০০

যেখানে কবর থেকে মৃতদেহ তুলে এনে চলে উৎসব!

অনলাইন ডেস্ক

যেখানে কবর থেকে মৃতদেহ তুলে এনে চলে উৎসব!

মৃত স্বজনদেরতো সবাই স্বরণ করে। বিভিন্ন ধর্মে বিভিন্ন রীতিতে তাদের স্বরণ করে মানুষ। কোথাও কোথাও তাদের নিয়ে আলাদা উৎসবও হয়ে থাকে। তেমনি উৎসব পালিত হয় ইন্দোনেশিয়ায়। কিন্তু নিয়ম-নীতির কথা শুনলে রীতিমতো চমকে যাবেন। রাতের ঘুমও উধাও হতে পারে এক নিমেষে।

এই উৎসবের নাম 'মানেনে'। যার অর্থ দাঁড়ায়, পূর্ব-পুরুষদের পরিষ্কার পরিচ্ছন্ন করা। কয়েক শতাব্দীর পুরনো এই উৎসব এখনও নিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করেন ইন্দোনেশিয়ার তোরাজা সম্প্রদায়ের মানুষ।

এই উৎসব পালনের নিয়ম রীতিমতো ভয়াবহ। পরিবারের শতাব্দীর পুরনো সদস্যদের ফের কবর থেকে তোলা হয়। তারপর তাঁকে গোসল করিয়ে পরিষ্কার নতুন পোশাক পরিয়ে তাঁকে নিয়ে যাওয়া হয় একটি বিশেষ স্থানে। সেখানে সারা দিন ধরে চলে উৎসব। পর দিন আবার তাঁকে কফিনবন্দি করে কবর দেওয়া হয়।

 

 

বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল, ২০১৬/ হিমেল-১২

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর