২৬ এপ্রিল, ২০১৬ ১২:৪৬

মহাকাশ ম্যারাথনের নতুন রেকর্ড ব্রিটিশ নভোচারীর

অনলাইন ডেস্ক

মহাকাশ ম্যারাথনের নতুন রেকর্ড ব্রিটিশ নভোচারীর

ব্রিটিশ নভোচারী টিম পেক গড়লেন নতুন এক রেকর্ড। আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকেই (ISS-International Space Station) তিনি লন্ডন ম্যারথন সম্পূর্ণ করলেন। দৌড়ালেন ৪০০ কিলোমিটার (২৫০ মাইল)। আর এজন্য টিম পেক গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের তালিকায় যুক্ত হয়েছেন। তবে গ্রহে টিম পেক 'দ্রুততম' হলেও লন্ডনের রাজপথে জয়ী হয়েছেন জেমিনা সামসুং এবং ইলুড কিপোগে।

উপগ্রহতে ৪৪ বছরের টিম পেক লন্ডন ম্যারাথন শেষ করেছেন মাত্র ৩ ঘণ্টা ৩৫ মিনিটে। তিনি হারিয়ে দিয়েছেন মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামসকেও। সুনিতা বোস্টন ম্যারাথন সম্পূর্ণ করেছিলেন ৪ ঘণ্টা ২৩ মিনিটে।

 

বিডি-প্রতিদিন/ ২৬ এপ্রিল, ২০১৬/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর