২১ মে, ২০১৬ ১৪:৪৪

৫৮ বছর বয়সী প্রতিবন্ধীর এভারেস্ট জয়

অনলাইন ডেস্ক

৫৮ বছর বয়সী প্রতিবন্ধীর এভারেস্ট জয়

তিনি বাঙালি। শারীরিক প্রতিবন্ধী। এভারেস্ট জয় করে চলে এলেন আলোচনায়। পরেশচন্দ্র পাল নাম তার। পেশায় তিনি দর্জি। ভারতের দুর্গাপুর চন্ডিদাস বাজারে জামাকাপড় সেলাইয়ের দোকানের মাধ্যমে কোনরকমে সংসার চালান। ১১ বছর বয়সে এক বাজি দুর্ঘটনায় বাম হাতের কব্জি হারান তিনি। কিন্তু তাতে পিছনে পড়ে থাকেননি তিনি। ইচ্ছা ছিল এভারেস্টে পা রাখবেন, অদম্য জেদের কারণে ৫৮ বছর বয়সে পৃথিবীর সবচে' উঁচু পর্বতের চূড়ায় পা রাখলেন। খবর আনন্দবাজার পত্রিকার। 

তিন তিনবার চেষ্টা করে সাফল্যকে হাতের মুঠোয় নিতে পারলেন পরেশচন্দ্র পাল। শনিবার ভোরে তিনি জয় করেন এভারেস্ট শৃঙ্গ। গত ২৫ বছর ধরে হিমালয়ের বহু শৃঙ্গ জয় করেছেন তিনি। এগুলো হলো: কেদারডোম,গঙ্গোত্রী-২, এবং কে.আর.৫। 

দ্য জহর ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং এন্ড উইন্টার স্পোর্টস (পাহেলগাঁও) এ শুরু হয় পরেশচন্দ্রের প্রথম প্রশিক্ষণ। তারপরের বছরই দার্জিলিং হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট থেকে নেন আরও একটি বিশেষ প্রশিক্ষণ। ১৯৮৯ সালে তার প্রথম অভিযান। তারপর থেকে এখন পর্যন্ত সফল হয়েছেন ১৪টি অভিযানে। 


বিডি-প্রতিদিন/ ২১ মে, ২০১৬/ আফরোজ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর