১ সেপ্টেম্বর, ২০১৬ ২০:৫৯

আবজর্নায় পাওয়া অলিম্পিকের স্বর্ণের মেডেল ফেরত দিলো শিশু

অনলাইন ডেস্ক

আবজর্নায় পাওয়া অলিম্পিকের স্বর্ণের মেডেল ফেরত দিলো শিশু

মার্কিন যুক্তরাষ্ট্রে আবর্জনার ভেতর হারানো স্বর্ণের মেডেল খুঁজে পেল ৭ বছর বয়সী এক শিশু। মেডেলটির মালিক ক্যানোয়িস্ট জো জ্যাকবি। গত মে মাসে তার গাড়ি থেকে মেডেলটি চুরি হয়ে যায়। ১৯৯২ সালের বার্সেলোনা অলিম্পিকে দলগত বিভাগে মার্কিন যুক্তরাষ্ট্রর হয়ে স্বর্ণের মেডেলটি জিতেছিলেন তিনি।

পুলিশ অনেক খোঁজাখুঁজি করেও মেডেলটি পায়নি। এরপর ফিরে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন জ্যাকবি। কিন্তু তার সেই মেডেল ফিরিয়ে দিলো স্মিথ নামের শিশুটির পরিবার। 

জানা গেছে, প্রতিদিনের মতো সেদিনও বাবার হাত ধরে হাঁটতে বেরিয়েছিল স্মিথ। হঠাৎ আবর্জনায় চকচকে একটি বস্তু তার চোখে পড়ে। সেখান থেকে সোনার মেডেলটি খুঁজে পেয়ে বাড়ি ফিরে তার মাকে দেখায়। স্মিথের মা কিছুদিন আগে টিভিতে দেখেছিলেন জ্যাকবের স্বর্ণের মেডেল হারিয়ে যাওয়ার খবর। এরপরই জ্যাকবির হাতে তুলে দেন মেডেলটি। ইন্টারনেট থেকে।

 

বিডি-প্রতিদিন/ ০১ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর