৯ অক্টোবর, ২০১৬ ১৬:৪৯

গুহাঘর সৈকতে ফের নীল তিমির গলিত দেহ

অনলাইন ডেস্ক

গুহাঘর সৈকতে ফের নীল তিমির গলিত দেহ

আবারও মহারাষ্ট্রের গুহাগড় সমুদ্রতটে ভেসে উঠল ৩৫ ফুট লম্বা নীল তিমির অর্ধগলিত দেহ। গত শুক্রবার সকাল সাড়ে ৬টা নাগাদ রত্নগিরি জেলার গুহাঘর সমুদ্র সৈকতে পড়ে থাকতে দেখা যায় তিমিটিকে। এ নিয়ে চারবার ওই সৈকতে নীল তিমির মৃতদেহ ভেসে উঠেছে বলে বন অধিদপ্তর জানিয়েছে।

বর্তমানে বিশ্বে সবচে' বড় স্তন্যপায়ী প্রাণী নীল তিমি। রত্নগিরির বিভাগীয় বন কর্মকর্তা বিকাশ জগপত বলেন, খবর পেয়ে আমরা সকাল ৭টায় সমুদ্রসৈকতে গিয়ে দেখি বিশালাকার মৃত নীল তিমি পড়ে রয়েছে। এর দেহে পচন ধরেছে। আমাদের ধারণা, গভীর সমুদ্রে প্রায় পনের দিন আগেই তিমিটির মৃত্যু হয়েছে। অার পচনের মাত্রা বেশি হওয়ায় ময়নাতদন্তও সম্ভব নয়। 

সমুদ্রে দূষণের জন্যই নীল তিমি ও ডলফিনের মৃত্যু হচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। 


বিডি-প্রতিদিন/ ০৯ অক্টোবর, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর