২৬ অক্টোবর, ২০১৬ ১০:২৮

সে উপাসনালয়ের মূল সুর মানবতার ঐক্য

অনলাইন ডেস্ক

সে উপাসনালয়ের মূল সুর মানবতার ঐক্য

চিলির বাহাই টেম্পলগুলো ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত। তাই এগুলোকে বলা হয় 'টেম্পল টু ইউনাইট'। পেশা, সামাজিক মর্যাদার উঁচু নিচুর পার্থক্য এখানে নেই। নির্ধিদ্বায় আপনি এখানে প্রবেশ করতে পারবেন। 

বাহাই টেম্পলগুলি সবই একই ধরনের। বিশেষ এ মন্দিরের নয়টি দিক রয়েছে এবং এর প্রবেশ পথও নয়টি। যে কোনো ধর্ম/বিশ্বাসের মানুষ এখানে এসে প্রার্থনা করতে পারেন কিংবা ধ্যানমগ্ন হতে পারেন। 

এ মন্দিরের মূল সূর, মানবতার ঐক্যে। সিয়ামাক হারিরি নামক এক স্থপতি এটি নির্মাণ করেছেন। এ ভবনটি নির্মাণে তিনি কোনো ভবন কিংবা কোনো ধর্মীয় উপাসনালয়ের ধারস্থ হননি। 

এটি নির্মাণে স্বচ্ছ কাঁচ ও সাদা রঙের মার্বেল ব্যবহার করা হয়েছে। তাই এরমধ্য দিয়ে সহজেই সূর্যোদয়, সূর্যাস্তের সময় অপূর্ব আভা তৈরি হয়। 

এ মন্দিরে সরাসরি আলো প্রবেশ করতে পারে না। তবে আলো ধরে রাখে। সে আলোকেই আলোকিত হয় এটি। 

 

বিডি প্রতিদিন/২৬ অক্টোবর, ২০১৬/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর