Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭

প্রকাশ : ১৮ ডিসেম্বর, ২০১৬ ১৪:৪৮
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৬ ১৫:১৯
মানব পুরুষাঙ্গে হাড় নেই কেন, জানালেন বিজ্ঞানীরা
অনলাইন ডেস্ক
মানব পুরুষাঙ্গে হাড় নেই কেন, জানালেন বিজ্ঞানীরা

শিম্পাঞ্জি বা অন্য অনেক স্তন্যপায়ী প্রাণীর আছে কিন্তু মানব পুরুষাঙ্গে হাড় নেই কেন! এমন প্রশ্ন মানুষের অনেক দিন ধরেই। সম্প্রতি এক সন্তোষজনক ব্যাখ্যা উঠে এলো একটি গবেষণা থেকে।

ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন এর গবেষক মাটিল্ডা ব্রিন্ডল জানিয়েছেন, ১৪৫ থেকে ৯৫ মিলিয়ন বছর আগেকার স্তন্যপায়ীদের মধ্যে ‘লিঙ্গ-হাড়’ বা ‘ব্যাক্যুলাম’ ছিল এবং তা রীতিমতো কাজেও লাগতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা লুপ্ত হয়।

মাটিল্ডার মতে, পেনিস বোন-এর উপযোগ ছিল মানুষের পূর্বপুরুষদের আমলে। সেই প্রাণীদের যৌনসঙ্গমের সময় ছিল তিন মিনিট বা তার চাইতে সামান্য বেশি। কিন্তু মানুষের ক্ষেত্রে তা দুই মিনিটে নেমে আসে। ফলে, ক্রমশ উপযোগ হারাতে থাকে এই হাড়।

উদাহরণ হিসেবে তিনি আই-আই নামের এক নিশাচর লেমুরের কথা বলেছেন। তার সঙ্গম-সময় প্রায় ১ ঘণ্টা। এবং তার পেনিস বোন-এর দৈর্ঘ্যও খুব বেশি। মাটিল্ডা জানিয়েছেন, যেসব প্রাণীর সঙ্গম বিশেষ ঋতু-নির্ভর এবং যারা চরিত্রগতভাবে বহুগামী, তাদেরই এই হাড় থেকে গেছে। শিম্পাঞ্জিদের মধ্যে এই হাড় সে কারণে আজও বর্তমান।

সূত্র: এবেলা

বিডি-প্রতিদিন/১৮ ডিসেম্বর, ২০১৬/সালাহ উদ্দীন

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow