২৪ ডিসেম্বর, ২০১৬ ০৪:৪৭

পুরানো কাগজ হলুদ হয় কেন?

অনলাইন ডেস্ক

পুরানো কাগজ হলুদ হয় কেন?

পুরানো কাগজপত্র কিংবা পুরানো খবরের কাগজ সবসময়েই হলুদ হয়ে যায়। উজ্বল্য হারিয়ে যায় সহজেই। কিন্তু কেন?

খবরের কাগজ বা এমনি কাগজ যাই হোক না কেন, যেকোনও কাগজই মূলত তৈরি হয় কাঠ থেকে। আর এই কাঠে প্রাথমিকভাবে থাকে দুটি উপকরণ- একটি হল সেলুলোজ ও অন্যটি লিগনিন। কাগজে থাকা এই সেলুলোজ এবং লিগনিন সূর্যালোকের উপস্থিতিতে বায়ুর মধ্যে থাকা অক্সিজেনের দ্বারা জারিত হয়, অর্থাৎ ইলেকট্রন বেড়িয়ে যায়। আর তার ফলেই কাগজ-পত্র হলুদাভ বাদামী রঙ ধারণ করে।

তবে আপনি যদি এই সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে, সীমিত পরিমাণ লিগনিন থাকা অ্যাসিড-ফ্রি কাগজ ব্যবহার করুন।

বিডি-প্রতিদিন/২৪ ডিসেম্বর, ২০১৬/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর