১৫ জুন, ২০১৭ ১৭:২৬

মহাকাশে এক্স-রে টেলিস্কোপ স্থাপন চীনের

অনলাইন ডেস্ক

মহাকাশে এক্স-রে টেলিস্কোপ স্থাপন চীনের

মহাকাশে কৃষ্ণগহ্বর পরীক্ষা করার জন্য সফল ভাবে প্রথম এক্স-রে টেলিস্কোপ চালু করল চীন। A Long March-4B রকেটের মাধ্যমে সেটি কক্ষপথে স্থাপন করা হয়েছে। টেলিস্কোপটির ওজন ২.৫ টন।
চীনের উত্তর-পশ্চিমে অবস্থিত গোবি মরুভূমিতে অবস্থিত জিউকপয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে টেলিস্কোপটি পাঠান হয় মহাকাশে। The Hard X-ray Modulation Telescope (HXMT) টির নাম ইনলাইট।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এর মাধ্যমে চীনা বিজ্ঞানিরা আরও ভালো করে মহাকাশের চৌম্বকক্ষেত্র সম্পর্কে পরীক্ষা-নিরীক্ষা করতে পারবেন। জানতে পারবেন কৃষ্ণগহ্বর সম্পর্কে আরও তথ্য। চীনা সংবাদ মাধ্যম জানিয়েছে, এই নতুন অত্যাধুনিক টেলিস্কোপ চীনের মহাকাশ গবেষণার ক্ষেত্রেও নতুন দিশা দেখাবে।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর