৩০ জুলাই, ২০১৭ ২১:৫৬

সুইজারল্যান্ডে বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু 'ইউরোপাবরুকে'

অনলাইন ডেস্ক

সুইজারল্যান্ডে বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু 'ইউরোপাবরুকে'

সংগৃহীত ছবি

সুইজারল্যান্ডে উদ্বোধন করা হয়েছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ ঝুলন্ত সেতু। সেতুটির দৈর্ঘ্য প্রায় ৫০০ মিটার বা আধা কিলোমিটার। এটি দেশটির  জেরমাট শহরে পায়ে হেঁটে চলাচলের জন্যে নির্মাণ করা হয়েছে।

সেতুটির নাম 'ইউরোপাবরুকে' বা ইউরোপের সেতু। গ্রাবেনগোফ্যের-এর সংকীর্ণ এক উপত্যকার ৮৫ মিটার উচ্চতায় এই সেতুটি ঝুলছে। জেরমাটে পর্যটন কর্তৃপক্ষ বলছে, এই সেতু বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু। এর আগে সবচেয়ে দীর্ঘ ঝুলন্ত সেতুটি ছিল অস্ট্রিয়ায়, মাটি থেকে ১১০ মিটার ওপরে। এই সেতুটি ৪০৫ মিটার লম্বা।
 
এর আগে জেরমাটে আরেকটি সেতু ছিল। সেটি ওপর থেকে ছিটকে পড়া পাথরে ধ্বংস হয়ে গেলে সেখানে নতুন করে এই সেতুটি বানানো হয়েছে। জেরমাটের নতুন সেতুটি যেসব রজ্জু দিয়ে বানানো হয়েছে তার ওজন প্রায় আট টন। লোকজনের চলাচলের সময় এটি যাতে দুলে উঠতে না পারে সেভাবেই এটিকে তৈরি করা হয়েছে। এর ওপর দাঁড়িয়ে চারপাশের নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য উপভোগের সুযোগ পর্যটকদের আকর্ষণ করবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

বিডি প্রতিদিন/ ৩০ জুলাই, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর