২ অক্টোবর, ২০১৭ ১০:১৪

বিশ্বের প্রথম ফটোগ্রাফি কী ছিল?

অনলাইন ডেস্ক

বিশ্বের প্রথম ফটোগ্রাফি কী ছিল?

আমাদের অনেকেই আছে যারা প্রতিনিয়ত ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। ফলে ফেসবুকের জমানায় ছবি তোলেন না এমন মানুষ খুব কমই আছে। কিন্তু যদি প্রশ্ন করা হয়, পৃথিবীর সবচেয়ে পুরনো ফটোগ্রাফি কোনটি? 

এর উত্তর খুঁজতে গিয়ে দেখা গেছে, পৃথিবীর সবচেয়ে পুরনো ফটোগ্রাফিটা তুলেছিলেন জোসেপ নিসেফোর নিয়েপসে নামের এক ব্যক্তি। সেটা ১৮২৬ সালের ঘটনা। যেটা ছিল ফ্রান্সের সেইন্ট-লুপ-ডি-ভারেনেস এর নিয়েপসে’র বাড়িতে তোলা ছবি। তার বাড়ির নাম ছিল ‘লে গ্রাস’। আর সেই বাড়ির বাইরে দাঁড়িয়ে ছবিটি তোলেন তিনি।
 
আবিষ্কারক আগেই জানতেন যে, ল্যাভেন্ডারের তেলে পিচ গলিয়ে যদি তা একটি দস্তার পাত্রে রাখা যায় এবং কোনো বস্তুকে যদি ওটার ওপর প্রতিফলিত করা হয় (যেমন গাছের একটি পাতা) এবং দস্তার পাত্রটিকে সূর্যের আলোতে দেওয়া হয়, তবে ওই বস্তুর অংশ ছাড়া দস্তার পাত্রের বাকি অংশটুকু শক্ত হয়ে যায়। কারণ, প্রতিফলিত অংশে সূর্যালোক অপেক্ষাকৃত কম পড়ে। এরপর পাত্রটি ধুয়ে ফেললে বস্তুর প্রতিফলিত নরম অংশটুকু ওই বস্তুর চেহারা ফুটিয়ে তোলে। আর এভাবেই তোলা হয়েছিল প্রথম ছবিটি।

বিডি-প্রতিদিন/০২ অক্টোবর, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর