২৩ ডিসেম্বর, ২০১৭ ১২:২৮

মহাকাশে অবিকল মাথার খুলি!

অনলাইন ডেস্ক

মহাকাশে অবিকল মাথার খুলি!

২০১৫ সালে বিজ্ঞানীদের গবেষণায় উঠে আসে এক অবিশ্বাস্য গ্রহাণুর চিত্র। মানুষের মাথার খুলির মতো দেখতে ৭০০ মিটার চওড়া সেই গ্রহাণু। প্যান-স্টারস টেলিস্কোপে গাঢ় ছাই রংয়ের গ্রহাণুটি ধরা পড়ে যার নাম TB145।

২০১৫ সালের হ্যালোইনের সময় প্রথম দেখা গিয়েছিল এই গ্রহাণুটি। পৃথিবীর কক্ষপথ থেকে ১ লাখ ২৫ হাজার কিলোমিটার দূর দিয়ে গিয়েছিল গ্রহাণুটি।

মহাকাশচারীরা জানিয়েছেন, এই গ্রহাণুটি তার কক্ষপথে ২.৯৪ ঘন্টায় ঘুর্ণন সম্পন্ন করে। ২০১৫ সালের পর আবার ২০১৮ এর নভেম্বরে পৃথিবীর কক্ষপথের অনেক কাছাকাছি আসতে চলেছে গ্রহাণুটি। পৃথিবীর সঙ্গে চাঁদের যে দূরত্ব একই দূরত্বেই অবস্থান করবে এই গ্রহাণুটি। 

বিডি প্রতিদিন/২৩ ডিসেম্বর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর