২ জানুয়ারি, ২০১৮ ১২:৫৯

টুথপেস্টের টিউবে রঙিন চিহ্নের মানে জানেন?

অনলাইন ডেস্ক

টুথপেস্টের টিউবে রঙিন চিহ্নের মানে জানেন?

সংগৃহীত ছবি

দাঁত ঝকঝকে রাখতে টুথপেস্ট দিয়ে ব্রাশ করা মাস্ট। টেলিভিশনের দৌলতে নানা রকমের টুথপেস্টের সঙ্গেই পরিচয় রয়েছে আমাদের। পছন্দমতন এক একজন এক এক রকমের টুথপেস্টের ব্যবহার করেন। কিন্তু টুথপেস্ট ব্যবহার করলেও কখনও কি টুথপেস্ট টিউবের নিচের অংশে কিউব আকৃতির রঙিন চৌকো অংশটি খেয়াল করেছেন? এক একটি টুথপেস্টে এক এক রংয়ের থাকে এটি।

সবুজ, নীল, লাল, কালো রঙের এই ছোট্ট বাক্সটিকে নিয়ে হয়তো কোনও মাথাব্যাথা নেই কারোওরই৷ কিন্তু এগুলির পিছনেও রয়েছে একটি কারণ রয়েছে৷ রয়েছে আলাদা আলাদা অর্থ। রং ভেদে পেস্টগুলির আলাদা আলাদা মানে আছে।
 
সবুজ: যে সমস্ত পেস্ট তৈরিতে প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়।

নীল: এই টুথপেস্ট তৈরি করতে কিছু প্রাকৃতিক উপাদান ও কিছু কিছু ক্ষেত্রে ওষুধ ব্যবহার করা হয়।

লাল: এই টুথপেস্ট তৈরি করতে কিছু প্রাকৃতিক উপাদান ও কিছু রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়।

কালো: এই টুথপেস্ট তৈরি করতে শুধুমাত্র রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়।

আপনার টুথপেস্টের চৌকো বক্সটি কোন রংয়ের? মিলিয়ে নিন উপরের তথ্য দেখে। কোনও ক্ষতি করছেন না তো নিজের?

বিডি প্রতিদিন/০২ জানুয়ারি ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর