বুধবার, ২৪ জুলাই, ২০১৩ ০০:০০ টা

হাসিনার অধীনে নির্বাচন নয়

খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ বা শেখ হাসিনার অধীনে নয়, আগামী নির্বাচন হবে নির্দলীয় সরকারের অধীনে। এ দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ঈদের পরে রাজপথে নামার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি, জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ এবং দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি দাবিতে গতকাল এক চিকিৎসক সমাবেশ ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। খালেদা জিয়া বলেন, সরকার জানে অবাধ, নিরপেক্ষ নির্বাচন হলে মানুষ ঘৃণাভরে তাদের প্রত্যাখ্যান করবে। অত্যাচারী সরকারের হাত থেকে দেশকে মুক্ত করা পেশাজীবীদের দায়িত্ব। প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের প্রচারণার সুযোগ রেখে নির্বাচন কমিশন নির্বাচন আচরণবিধি সংশোধনের যে খসড়া তৈরি করেছে, তার কঠোর সমালোচনা করেন বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনের সময় প্রধানমন্ত্রী থাকবেন। পদ-পদবি নিয়ে নির্বাচনে ভোট চাইতে পারবেন। এ ধরনের নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না। অনুষ্ঠানের আহ্বায়ক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব চাষী নজরুল ইসলামের সভাপতিত্বে ও পেশাজীবী পরিষদের মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেনের পরিচালনায় অন্যদের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম এ মাজেদ, অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক মোস্তাহিদুর রহমান, ড. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি নেতা ড. আর এ গনি, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, শওকত মাহমুদ, অ্যাডভোকেট জয়নাল আবেদিন, সাদেক হোসেন খোকা, বেগম সেলিমা রহমান, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, নাজিম উদ্দিন আলম, জয়নুল আবদিন ফারুক, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, সৈয়দ আবদাল আহমদ, আবদুস শহীদ, সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এ জেড মোহাম্মদ আলী, শিক্ষক কর্মচারী ঐক্যজোট সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, প্রকৌশলী আ ন হ আখতার হোসেন, ড্যাব সভাপতি ডা. এ কে এম আজিজুল ইসলাম, অধ্যাপক আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর