বুধবার, ২৪ জুলাই, ২০১৩ ০০:০০ টা

আপত্তি নেই, তবে...

আপত্তি নেই, তবে...

তিস্তা নদীর পানি বণ্টন চুক্তিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি নেই জানিয়ে বলেছেন, তবে এতে উত্তরবঙ্গের মানুষের সম্মতি থাকতে হবে। কোচবিহারের মাথাভাঙায় সোমবার একটি নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। মমতা বলেন, 'উত্তরবঙ্গের মানুষ সবুজ সংকেত দিলেই তিস্তা চুক্তিতে আমার কোনো আপত্তি নেই, অন্যথায় নয়। আমি কখনোই এই বিস্তীর্ণ অঞ্চলের মানুষকে শুকিয়ে মরতে দেব না। আমি সবসময় উত্তরবঙ্গের মানুষের পাশে আছি। তাদের ক্ষতি হয়, এমন কিছু হতে দেব না।' প্রসঙ্গত, তিস্তা চুক্তিতে আপত্তি জানিয়ে ২০১১ সালের সেপ্টেম্বরে ঢাকায় ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংহের সফরসঙ্গী হননি মমতা। তার দাবি, এতে রাজ্যের স্বার্থ রক্ষিত হবে না। তবে শেষ মুহূর্তে মমতার এমন অবস্থানের কারণ হিসেবে অভ্যন্তরীণ রাজনীতির বিষয়টি আলোচিত হয়। সে সময় ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে তার রাজনৈতিক টানাপড়েন তুঙ্গে ওঠে। মমতা পরে নদী বিশেষজ্ঞ কল্যাণ রুদ্রকে দিয়ে এক সদস্যের কমিটি গঠন করেন। কতটা পানি বাংলাদেশকে দেওয়া যেতে পারে, বিস্তারিত তথ্য সংগ্রহ করতে কমিশন সমীক্ষা চালায়। কল্যাণ রুদ্র চলতি বছরের প্রথম দিকে মুখ্যমন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দিলেও তা এখনো প্রকাশ করা হয়নি। তিস্তা চুক্তি না হওয়ায় মহাজোট সরকার বিপাকে পড়ে। ভারত সরকারও এ নিয়ে মমতার সঙ্গে আলোচনা করে সম্মতি আদায়ের চেষ্টা চালায়। বাংলাদেশের পক্ষ থেকে তৎপরতা এখনো চলছে। আগামীকাল দিলি্ল যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। তিস্তা চুক্তির অগ্রগতি নিয়ে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের সঙ্গে কথা বলবেন। আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও ভারত সফরের কথা রয়েছে।

- দীপক দেবনাথ, কলকাতা

 

 

সর্বশেষ খবর