বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৩ ০০:০০ টা

মোবারক হো মাহে রমজান

অধ্যাপক হাসান আবদুল কাইয়ূম

মোবারক হো মাহে রমজান

আজ ১৫ রমজান। আমরা এখন মাহে রমজানের মাগফিরাত ভাগের মাঝখানে। এখন আমাদের মাগফিরাতের সবটুকু ফায়দা হাসিলের সর্বাত্দক চেষ্টা করতে হবে। কায়মনোবাক্যে আল্লাহর দরবারে সব ভুলভ্রান্তি, গোনাহ-খাতার জন্য ক্ষমাপ্রার্থনা করতে হবে। সময় দ্রুত বয়ে চলেছে। কেউ কি ভাবছেন পৃথিবীতে আপনি চিরকাল থাকবেন? আপনার এ ভাবাটা কখনোই কোনো অবস্থাতেই কাম্য নয়। কারণ পৃথিবীতে মানব সন্তানের আগমন ঘটে নির্দিষ্ট সময়ের জন্য। মৃত্যু হচ্ছে জীবনের একটা অবস্থান থেকে অন্য এক অবস্থানে চলে যাওয়া। পার্থিব জীবন হচ্ছে আখিরাতের জীবনে পেঁৗছার একটি মনজিল মাত্র। হজরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) বলেন : একদিন রাসূলুল্লাহ (সা.) আমার দুই কাঁধ ধরে বললেন, এই পৃথিবীতে তুমি এমনভাবে বসবাস করবে যেন তুমি একজন মুসাফির। যখন সন্ধ্যায় উপনীত হবে তখন সকালবেলার আশা করো না, আর যখন তুমি সকালবেলায় উপনীত হবে তখন সন্ধ্যাবেলার আশা করো না। যখন তুমি সুস্থ থাক তখন তার সদ্ব্যবহার করবে এবং মৃত্যুর আগেই তোমার জীবনের সুযোগ গ্রহণ করবে (বুখারি)। হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন : আমি একদিন রাসূলুল্লাহ (সা.)-এর দরবারে হাজির হয়ে দেখতে পেলাম, তিনি খেজুর পাতার মাদুরের ওপর শুয়ে আছেন। তার শরীরে মাদুরের দাগ পড়েছে। আমি বললাম_ ইয়া রাসূলুল্লাহ! আপনি অনুমতি দিলে আমি একটা ভালো বিছানা পেতে দিতাম। তিনি বললেন, দেখ! এত কিছুর কী প্রয়োজন? একজন ঘোড় সওয়ার দীর্ঘ পথ চলতে চলতে খানিক সময়ের জন্য কোনো গাছের ছায়ায় এসে বিশ্রাম নিয়ে পরক্ষণেই সেখান থেকে চলে যায়। পৃথিবীর সঙ্গে আমার সম্পর্কও সেই রকম (তিরমিজি)।

 

 

সর্বশেষ খবর