বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৩ ০০:০০ টা

মার্কিন স্টেট ডিপার্টমেন্টে ইউনূস

মার্কিন স্টেট ডিপার্টমেন্টে ইউনূস

শান্তিতে নোবেলজয়ী, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় তিন কর্মকর্তা। ওয়াশিংটন ডিসির স্টেট ডিপার্টমেন্টে মঙ্গলবার আলাদাভাবে এ বৈঠকে বাংলাদেশের দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক উন্নয়ন ছাড়াও জিএসপি সুবিধা বহালের বিষয়টি বেশি গুরুত্ব পায়। খবর এনার। সূত্র জানায়, রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যান, দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও' ব্লেক এবং অর্থনীতি ও ব্যবসাবিষয়ক সহকারী মন্ত্রী হোসে ফার্নান্দেজ ইউনূসের সঙ্গে বৈঠকে মিলিত হন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, আসন্ন নির্বাচন ও গ্রামীণ ব্যাংক ইস্যুতে সরকারের সর্বশেষ অবস্থান নিয়েও এ সময় আলোচনা হয়। ড. ইউনূস জিএসপি সুবিধা পুনরায় চালু নিয়ে কথা বলেন। বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা হুমকির মুখে পড়তে পারে এমন পরিস্থিতি যুক্তরাষ্ট্রের কাম্য নয় বলে কর্মকর্তারা জানান।

মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র জানান, বৈঠকে গ্রামীণ ব্যাংকসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। ড. ইউনূসের অনুপস্থিতিতে প্রতিষ্ঠানটির কার্যক্রম কীভাবে চলছে, তা জানতে চান কর্মকর্তারা। দারিদ্র্যপীড়িত মানুষ, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের নারীদের ভাগ্য পরিবর্তনে অধ্যাপক ইউনূসের ভূমিকার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।

সূত্র জানায়, মানবকল্যাণে অসাধারণ অবদান রেখে চলেছেন এমন ব্যক্তিদের সঙ্গে যুক্তরাষ্ট্র বরাবরই নিবিড় সম্পর্ক রেখে চলে। তারই অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইউনূসের উদ্ভাবিত ক্ষুদ্রঋণ প্রকল্প যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বহু দেশে সুফল দিচ্ছে বলেও কর্মকর্তারা বৈঠকে উল্লেখ করেন।

 

 

সর্বশেষ খবর