বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৩ ০০:০০ টা

মাইক্রোসফটে ফিরছেন গেটস্

মাইক্রোসফটে ফিরছেন গেটস্

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস কি আবারও মাইক্রোসফট পরিচালনার ভার নিয়ে ফিরে আসছেন? অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের সাম্প্রতিক এক প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে চলছে তুমুল আলোচনা। প্রতিবেদনটিতে বলা হয়েছে, হয় তো আবারও মাইক্রোসফট পরিচালনার ভার নিজের কাঁধে নিয়ে ফিরে আসতে পারেন বিল গেটস। প্রতিবেদনটি বিভিন্ন ওয়েবসাইট ও ব্লগে বিল গেটসের ফিরে আসার সম্ভাবনা নিয়ে নানা প্রতিবেদন প্রকাশ করেছে। অবশ্য সম্প্রতি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেটের প্রযুক্তিবিষয়ক লেখক ম্যারি জো ফলি গেটসের ফিরে আসার এ সম্ভাবনাকে স্পষ্ট ভাষায় নাকচ করেই দিয়েছেন। ম্যারি লিখেছেন, মাইক্রোসফটে আর ফিরবেন না বিল গেটস। মাইক্রোসফটের প্রধান নির্বাহীর পদ নিয়ে প্রতিষ্ঠানটি পরিচালনার ভার নেওয়ার কাজ তিনি আর করবেন বলে মনে হয় না। বর্তমান সিইও স্টিভ বলমারের হাতে মাইক্রোসফট পরিচালনার ভার ছেড়ে দিয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পদে রয়েছেন বিল গেটস। বর্তমানে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের হয়ে বিভিন্ন দাতব্য কাজে ব্যস্ত তিনি। বর্তমানে খুব কমই প্রযুক্তি বিষয়ে আলোচনা করেন। মাইক্রোসফট পরিচালনার ভার ছেড়ে দিয়ে তিনি এর বোর্ড সামলাচ্ছেন। এর আগেও মাইক্রোসফটে বিল গেটস ফিরবেন কিনা, তা তাকে জিজ্ঞেস করা হয়েছিল। তখনো তিনি যেমন মাইক্রোসফট পরিচালনায় ফিরতে অপারগতার কথা জানিয়েছিলেন, এখনো তিনি হয় তো সেটাই বলবেন।

 

 

সর্বশেষ খবর