রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৩ ০০:০০ টা

বাংলাদেশিদের সিরিয়া ত্যাগের নির্দেশ

সিরিয়ায় যেসব বাংলাদেশি এখন অবস্থান করছেন তাদের সে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে সরকার। দেশটির সংকটময় পরিস্থিতির কারণে গতকাল বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নির্দেশ দেওয়া হয়। বিবৃতিতে সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের তীব্র নিন্দা ও সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বানও জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সব আন্তর্জাতিক সংঘাত কূটনৈতিক ও শান্তিপূর্ণভাবে সমাধানের পক্ষে। সিরিয়ার বেসামরিক মানুষ যাতে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ভোগের মুখে না পড়েন, সে জন্য বাংলাদেশ অবিলম্বে সিরিয়ার সংকটের সমাধানের আহ্বান জানাচ্ছে। সংকট সমাধানে জাতিসংঘের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে বলা হয়, বাংলাদেশ বিশ্বাস করে, সিরিয়ার সব পক্ষকে যুক্ত করেই সংকটের সমাধান করতে হবে। এতে সিরিয়ার জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে এবং দেশটির জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং জাতীয় ঐক্য নিশ্চিত করতে হবে।

সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, রাসায়নিক অস্ত্রবিষয়ক সনদে স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ কোনো অবস্থাতে রাসায়নিক অস্ত্র ব্যবহারের পক্ষপাতী নয় এবং তার তীব্র নিন্দা জানায়।

সর্বশেষ খবর