রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৩ ০০:০০ টা
সেমিনারে মোজেনা

সংকট নিরসনে মত দেবে না যুক্তরাষ্ট্র

সংকট নিরসনে মত দেবে না যুক্তরাষ্ট্র

বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনের জন্য সংলাপে যুক্তরাষ্ট্র কোনো মত দেবে না বলে জানিয়েছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজেনা। তিনি বলেন, বাংলাদেশ সার্বভৌম রাষ্ট্র। কোন সিদ্ধান্ত তাদের ভালো হবে তারাই নির্ধারণ করবে তা। যুক্তরাষ্ট্র এ বিষয়ে কোনো মত দেবে না। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কবিষয়ক এক সেমিনারের প্রশ্নোত্তর পর্বে রাষ্ট্রদূত এসব কথা বলেন। তার কাছে প্রশ্ন করা হয়েছিল, বাংলাদেশের সংকট নিরসনে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করবে কি না। রাজধানীর ব্র্যাক সেন্টারে মার্কিন দূতাবাসের সহায়তায় সেন্টার ফর ইস্ট এশিয়া ফাউন্ডেশনের (সিয়াফ) উদ্যোগে গতকাল 'বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ও বঙ্গোপসাগরীয় নিরাপত্তা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত মোজেনা। সাবেক রাষ্ট্রদূত হুমায়ন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আতাউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সংগঠনটির নির্বাহী পরিচালক নাসিম মাহমুদ। সেমিনারের উন্মুক্ত আলোচনা পর্বে অংশ নেন কলামিস্ট সাদেক খান, সাবেক মন্ত্রী ড. ওসমান ফারুক, বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল কাজী সারোয়ার হোসেন ও নিরাপত্তা-বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহেদুল আনাম খানসহ ঢাকাস্থ বিভিন্ন দূতাবাসের কূটনীতিকরা। অবসরপ্রাপ্ত সামরিক ও বেসামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও সাবেক রাষ্ট্রদূতরা সেমিনারে অংশ নেন। মূল আলোচনায় মোজেনা বলেন, সমুদ্রসম্পদ ও ভূ-রাজনৈতিক কারণে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে বাংলাদেশের সমুদ্র সম্পদের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র আগ্রহী। পাশাপাশি বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তা জোরদার করতে মার্কিন নৌবাহিনী সক্রিয়ভাবে সহায়তা করছে উল্লেখ করে তিনি বলেন, কৌশলগত সংলাপে দ্বিপক্ষীয় বিষয় ছাড়াও আঞ্চলিক নিরাপত্তা-সংক্রান্ত বিষয়ে বাংলাদেশের মতামতকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। এ ছাড়া ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি)-তে বাংলাদেশকে যোগ দেওয়ার অনুরোধ জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের উপকূলীয় সহযোগিতা থাকবে। তবে বাংলাদেশ টিপিপিতে যোগ দিলে অনেক লাভবান হবে বলেও তিনি মন্তব্য করেন।

 

 

সর্বশেষ খবর