বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৩ ০০:০০ টা

নিউইয়র্কে ইউনূসকে গণসংবর্ধনা

নিউইয়র্কে ইউনূসকে গণসংবর্ধনা

শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কংগ্রেশন্যাল গোল্ড মেডেল অর্জন করায় গণসংবর্ধনা দেবে যুক্তরাষ্ট্র প্রবাসীরা। নিউইয়র্কের এস্টোরিয়ায় একটি রেস্টুরেন্টে ৩১ আগস্ট প্রবাসীদের এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বার্তা সংস্থা এনা জানায়, লাগোয়ার্ডিয়া কলেজের অডিটরিয়ামে ২০ নভেম্বর এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে। লং আইল্যান্ড ইউনিভার্সিটির অধ্যাপক ড. শওকত আলীর নেতৃত্বে সংবর্ধনা প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। মুহাম্মদ ইউনূসের জীবন ও কর্ম নিয়ে একটি স্মরণিকা প্রকাশেরও সিদ্ধান্ত হয়েছে। মতবিনিময় সভা পরিচালনা করেন সংবর্ধনা কমিটির সদস্যসচিব, সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের। আলোচনায় অংশ নেন ড. আনোয়ার মিয়া, আকতার হোসেন বাদল, ইকবাল হোসেন ফয়সাল, সিরাজুল ইসলাম, কাজী আশরাফ হোসেন নয়ন, লিয়াকত আলী, মাহমুদ খান তাসের, আবদুস শহীদ, ড. মুহাম্মদ আবুল কাসেম, এহতেশামুল হক, সোলেমান ভূইয়া, মোহাম্মদ হেলাল উদ্দিন, কিউ জামান, কাজী মোহাম্মদ ইসমাইল, সাহাদাৎ হোসেন, শাহ নেওয়াজ, সিরাজুল ইসলাম মলি্লক, জন উদ্দিন, আতাউর রহমান সেলিম প্রমুখ।

 

 

সর্বশেষ খবর