বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৩ ০০:০০ টা

তুরস্ক গেলেন আইজিপি

তুরস্ক গেলেন আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার তুরস্কের ন্যাশনাল পুলিশের আমন্ত্রণে গতকাল ভোরে ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। ইসলামী সম্মেলন সংস্থাভুক্ত (ওআইসি) দেশের 'হেড অব পুলিশ অরগানাইজেশন অ্যান্ড এজেন্সিস'-এর তৃতীয় সম্মেলনে অংশগ্রহণের জন্য তিনি সেখানে গেছেন। আইজিপির সফরসঙ্গী হিসেবে রয়েছেন অ্যাডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ফিরোজ আল মুজাহিদ খান। ৪-৬ সেপ্টেম্বর তিন দিনব্যাপী এ সম্মেলন তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে। ওআইসি সদস্য দেশগুলোর পুলিশপ্রধান, ঊধর্্বতন কর্মকর্তা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেবেন।

সম্মেলনে ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। এ ছাড়া, কাউন্টার টেররিজম, পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং ওআইসি সদস্য দেশের পুলিশ ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সহযোগিতা বাড়ানোর কৌশল নিরূপণ ইত্যাদি বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হবে। আইজিপি হাসান মাহমুদ খন্দকার সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পুলিশপ্রধানদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

 

 

সর্বশেষ খবর