রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৩ ০০:০০ টা

বিদেশিদের মধ্যস্থতার উদ্যোগ চরম অমর্যাদাকর : এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে বিরাজমান রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য বিদেশিদের পরামর্শ কিংবা তাদের মধ্যস্থতার উদ্যোগ জাতির জন্য চরম অমর্যাদাকর। আমাদের সমস্যা আলাপ-আলোচনার মাধ্যমে আমাদেরই সমাধান করতে হবে। গতকাল রাজধানীর মহানগর নাট্যমঞ্চে (বশির মিলনায়তন) বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, বাংলাদেশের নির্বাচনে আমেরিকার হস্তক্ষেপ কেন প্রয়োজন? আমাদের দেশে কি কোনো যোগ্য লোক নেই? আমাদের সমস্যা আমরাই সমাধান করব। আমাদের দেশে অনেক জ্ঞানী-গুণী আছেন। নোবেল বিজয়ী আছেন। তারাও ভূমিকা রাখতে পারবেন। তিনি বলেন, ক্ষমতায় থাকার জন্য আমি সংবিধানে হাত দিইনি। আমি সংবিধান স্থগিত করেছিলাম। আর এখন ক্ষমতায় থাকার জন্য কারসাজি করে সংবিধান সংশোধন করা হয়েছে। এখন বাংলাদেশের রাজনীতির অবস্থা খুবই আশঙ্কাজনক। এ পরিস্থিতি থেকে মানুষ পরিবর্তন চায়। তাই আবারও আমি রাষ্ট্রপতি হতে পারি। দেশের মানুষ দুই দলের ওপর বিরক্ত। সাধারণ মানুষকে দেখার কেউ নেই। তারা পরিবর্তন চায়। সরকারের উদ্দেশে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, নির্বাচন করতে ভয় পাচ্ছেন কেন। এমন কী করেছেন? পরাজিত হলে বাড়িঘর জ্বলবে এই ভয় পাচ্ছেন? রাজনৈতিক নেতারা শুধু ক্ষমতার লড়াই চালাচ্ছেন। তাদের একটাই চিন্তা, কীভাবে ক্ষমতায় যাওয়া যায়। তাই তারা অন্য কোনো বিষয়েই খোঁজখবর রাখেন না। সাবেক রাষ্ট্রপতি বলেন, আনুপাতিক ভোটের হারের ওপর ভিত্তি করে জাতীয় সংসদে আসন বরাদ্দ করার পদ্ধতি চালু করতে হবে। মানুষ ব্যক্তিকে নয় বরং দলকে ভোট দেবে। কোন দল কত শতাংশ ভোট পেল এর ওপর ভিত্তি করে সংসদে তার প্রতিনিধি দেওয়া হবে। যদি কোনো দল ১ শতাংশ ভোট পায়, তাহলে সংসদে তার আসন হবে তিনটি। এ প্রস্তাব বাস্তবায়িত হলে সব রাজনৈতিক দলই সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। তিনি বলেন, ১ ভাগ ভোট পেলেও সংসদে তার প্রতিনিধিত্ব থাকতে হবে। এখন ৬০ ভাগ ভোট পাওয়ার যোগ্যতা কোনো দলের নেই। এককভাবে কেউ ক্ষমতায় যেতে পারে না। ভোটের হিসাব অনুযায়ী প্রতিনিধিত্ব থাকলে অনেক জ্ঞানী লোক সংসদে যেতে পারবেন। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি আবদুস সাত্তার ভিডির সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাপা মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভরায় প্রমুখ।

সর্বশেষ খবর