শুক্রবার, ২৪ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা
অরফানেজ ট্রাস্ট মামলা

শুনানির দিন এগিয়ে আনার বিষয়ে আদেশ ২৬ অক্টোবর

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) শুনানির তারিখ এগিয়ে আনতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের শুনানি শেষ হয়েছে। গতকাল প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ শুনানি গ্রহণ করেন। ২৬ অক্টোবর এ বিষয়ে আদেশ দেওয়া হবে। খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। ১৪ অক্টোবর চেম্বার বিচারপতি মো. আবদুল ওয়াহাব মিয়া বিএনপি চেয়ারপারসনের আবেদনের পরিপ্রেক্ষিতে লিভ টু আপিলের শুনানির জন্য ২৭ নভেম্বর তারিখ নির্ধারণ করেন। ১৬ অক্টোবর দুদক ওই তারিখ এগিয়ে আনার আবেদন করে। ১৯ অক্টোবর চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২৩ অক্টোবর শুনানির জন্য আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে বিচারিক আদালতে অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার রিট আবেদন হাইকোর্টে খারিজ হয়। ওই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন বিএনপি চেয়ারপারসন। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ ২৬ অক্টোবর সাক্ষ্যগ্রহণের জন্য তারিখ ধার্য রয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট ছাড়াও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের মামলায় বিচারিক আদালতে অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দুটি রিভিশন আবেদন করেছিলেন খালেদা জিয়া। হাইকোর্ট এ আবেদন খারিজ করলে তিনি আপিল বিভাগে লিভ টু আপিল করেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে লিভ টু আপিলও এখন শুনানির অপেক্ষায়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ১৯ মার্চ খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

সর্বশেষ খবর