শনিবার, ২৫ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

নীরব বিএনপি, কোনো প্রতিক্রিয়া নেই

জামায়াতের সাবেক আমির গোলাম আযমের মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেও কোনো শোক বা প্রতিক্রিয়া জানায়নি বিএনপি। এ নিয়ে দলটি ‘নিশ্চুপ’ ভূমিকা পালন করছে। এর আগে যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের আরেক নেতা কাদের মোল্লার ফাঁসি ও দলের সাবেক মন্ত্রী আবদুল আলীম মারা গেলেও কোনো প্রতিক্রিয়া দেয়নি দলটি। গতকাল বিকালে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বিষয়টি এড়িয়ে যান। বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের প্রধান শরিক দল জামায়াতে ইসলামী।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকরা গতকাল মির্জা ফখরুলের কাছে জানতে চান- জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের মৃত্যুতে বিএনপি শোক জানাবে কি না? জবাবে মির্জা ফখরুল বলেন, ‘যে বিষয়ে আমরা সংবাদ সম্মেলন ডেকেছি, তা আলোচনা করছি। সবাইকে ধন্যবাদ।’ এ কথা বলেই আসন থেকে উঠে যান বিএনপির মুখপাত্র।
তবে সকালে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও  দোয়া মাহফিলে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ’৫২-এর ভাষা আন্দোলনে গোলাম আযমের অবদান অস্বীকার করার সুযোগ নেই। তবে পরবর্তী সময়ে (মুক্তিযুদ্ধে) তার কাজের আমরা সমালোচনাও করতে পারি।’ গত বছর ১৫ জুলাই যখন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়ে গোলাম আযমের সাজার আদেশ হয়, সেদিনও বিএনপি কোনো প্রতিক্রিয়া জানাতে অস্বীকার করে। যদিও  ট্রাইব্যুনালের বিচার পদ্ধতি নিয়ে বিভিন্ন সময়ে দলটি প্রশ্ন তুলেছে। ৫ জানুয়ারির নির্বাচনের পর নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপি  চেয়ারপারসন  বেগম খালেদা জিয়া বলেছিলেন, ‘এই মুহূর্তে’ জামায়াতের সঙ্গ ছাড়া সম্ভব নয়। তবে ‘সময় এলে’ বিষয়টি তিনি  ভেবে  দেখতে পারেন।

সর্বশেষ খবর