রবিবার, ২৬ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা
গোপন বৈঠকের অভিযোগ

আলালসহ বিএনপির ৬৩ নেতা-কর্মী গ্রেফতার

আলালসহ বিএনপির ৬৩ নেতা-কর্মী গ্রেফতার

যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ সংগঠনের ৬৩ জন নেতা-কর্মীকে গতকাল গ্রেফতার করেছে পুলিশ। বেলা ১১টার দিকে আলালকে তার লালমাটিয়ার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর সেখান থেকে আলালকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়। মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক জানান, আলালের লালমাটিয়ার অ্যাপার্টমেন্টের আন্ডারগ্রাউন্ডে দেশে নাশকতার গোপন বৈঠক হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় আলালসহ প্রথমে ৮০ জনকে আটক করা হয়। যাচাই-বাছাই করে এর মধ্য থেকে ১৭ জনকে ছেড়ে দেওয়া হয়। ওসি আরও জানান, পুলিশের কাছে তথ্য রয়েছে আজ ইসলামী দলের ডাকা হরতালে নাশকতার পরিকল্পনা করছিল বিএনপির ওই নেতা-কর্মীরা। তিনি জানান, এ অভিযোগে রাতে আলালসহ ৬৩ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এদিকে মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার ও তার মুক্তি দাবিতে আগামীকাল সারা দেশে বিক্ষোভের ঘোষণা দিয়েছে যুবদল। ‘হরতালকে সামনে রেখে নাশকতার পরিকল্পনা হচ্ছিল’- বলে পুলিশ জানালেও বিএনপি নেতারা বলেন, হরতাল হলো হুজুরদের, আর পরিকল্পনা করবেন আলাল- এটা বিশ্বাসযোগ্য কোনো কথা নয়। তাছাড়া এ হরতালে বিএনপি সমর্থন পর্যন্তও দেয়নি। তবে বিএনপির পক্ষ থেকে ৮০ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করা হয়।
জনগণকে ভীতসন্ত্রস্ত রাখতে এই গ্রেফতার : দেশের মানুষকে ভীতসন্ত্রস্ত রাখতেই সরকার দমন-পীড়ন ও গ্রেফতার চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ সংগঠনটির নেতা-কর্মীদের গ্রেফতারের নিন্দা জানিয়ে দেওয়া এক বিবৃতিতে এ অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে তিনি বলেন, গতকাল সকালে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের মোহাম্মদপুরের বাসভবনে ৮০ জন নেতা-কর্মী সাক্ষাৎ করতে এলে পুলিশ অকস্মাৎ হামলা চালিয়ে আলালসহ সবাইকে গ্রেফতার করে নিয়ে যায়। অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন ফখরুল।

সর্বশেষ খবর