বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

সিলেটে আওয়ামী লীগকে ধাওয়া শিবিরের

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের পর সিলেটে আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে জামায়াত-শিবির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। গতকাল বেলা পৌনে ২টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা দেড়টার দিকে নগরীর বন্দরবাজার এলাকা থেকে ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবির কর্মীরা। মিছিল থেকে বন্দরবাজারে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে তারা। পুলিশ পাল্টা গুলি ছুড়ে। পরে কোর্ট পয়েন্টে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করার সময় মিছিলে ধাওয়া করে জামায়াত-শিবির কর্মীরা। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে অন্তত ১০ জন আহত হন। ভাঙচুর করা হয়েছে ১০-১২টি মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা। পরে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত হলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের পাল্টা ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা বন্দরবাজার এলাকার দিকে পালিয়ে যায়। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রহমত উল্লাহ জানান, জামায়াত-শিবির নগরীতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে শটগানের গুলি ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।

সর্বশেষ খবর