শনিবার, ১ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

জেএমবির প্রধান সমন্বয়কসহ পাঁচজন গ্রেফতার

বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

জেএমবির প্রধান সমন্বয়কসহ পাঁচজন গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রধান সমন্বয়কসহ পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জের শহীদ মুনসুর আলী রেলস্টেশন থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন- জেএমবির প্রধান সমন্বয়ক আব্দুন নূর, এহসার সদস্য নুর ইসলাম, নূরুজ্জামান আরিফ, গায়েরে এহসার সদস্য আবুল কালাম আজাদ ও ফারুক আহম্মেদ। তাদের কাছ থেকে ৪৯টি প্রাইমারি ডেটোনেটর, ২৬টি ইলেক্ট্রনিক ডেটোনেটর, ৪টি টাইম বোমা, ৩৫ গজ কর্ডেক্স, ১০ কেজি পাওয়ার জেল, ১৫৫টি বিভিন্ন প্রকার সার্কিট, ৫৫টি জিহাদি বই, ৪৫টি বোতাম টাইপ সার্কিট, ৩টি ইগনাইটর, ১টি পাওয়ার রেগুলেটর উদ্ধার করা হয়।  

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, আব্দুন নুর তার কয়েকজন সহযোগীসহ চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেনযোগে জয়দেবপুর যাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার দিকে শহীদ মুনসুর আলী রেলস্টেশন থেকে র‌্যাব-১২ এর একটি দল তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদি বই উদ্ধার করা হয়। আটক জেএমবি সদস্যদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আব্দুন নুর মূলত বাংলাদেশে অবস্থান করে আত্মগোপনে থাকা জেএমবির আমির সোহেল মাহফুজের সঙ্গে যোগাযোগ রক্ষা করত এবং জেএমবিকে পুনরায় সংগঠিত করার জন্য নতুন সদস্যপদ সংগ্রহের চেষ্টা করতে থাকে। এ জন্য জেলখানায় অবস্থানরত জেএমবি শীর্ষ নেতাদের ও দেশের বাইরে আত্মগোপনে থাকা জেএমবির সক্রিয় সদস্যদের সঙ্গেও যোগাযোগ রক্ষা করত। বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ তারা চাঁপাইনবাবগঞ্জ থেকে জয়দেবপুরের দিকে যাচ্ছিল এবং বাংলাদেশে যে কোনো রাজনৈতিক অস্থিরতার সুযোগে তারা বোমা বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা সৃষ্টি করে আবার তারা সাংগঠনিকভাবে যে সক্রিয় হয়েছে তা পূর্বাভাস দিতে চেয়েছিল।

সর্বশেষ খবর