শনিবার, ১ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

কাল রায়, কাশিমপুর থেকে ঢাকা কারাগারে মীর কাসেম

কাল রায়, কাশিমপুর থেকে ঢাকা কারাগারে মীর কাসেম

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল বৃহস্পতিবার এ রায় ঘোষণার দিন নির্ধারণ করেন। সকাল ১০টার মধ্যে আসামিকে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে ট্রাইব্যুনালে হাজির করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। গত বছরের ৫ সেপ্টেম্বর মীর কাসেম আলীর বিরুদ্ধে ১৪টি ঘটনায় অভিযোগ (চার্জ) গঠন করা হয়। এর মধ্যে ১১ ও ১২ নম্বর ছাড়া বাকি সব অভিযোগে তার বিরুদ্ধে অপহরণ করে নির্যাতনের বর্ণনা রয়েছে। ২০১২ সালের ১৭ জুন মীর কাসেম আলীকে গ্রেফতার করা হয়। কাশিমপুর থেকে ঢাকায় : গাজীপুর প্রতিনিধি জানান, মীর কাসেম আলীকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির জানান, গতকাল দুপুর ১২টার দিকে কড়া নিরাপত্তায় তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে ঢাকায় পাঠানো হয়। এর আগে চলতি বছরের ১ এপ্রিল তাকে ঢাকা থেকে কাশিমপুরে নেওয়া হয়।

 

সর্বশেষ খবর