শনিবার, ২২ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

কুমিল্লায় সংঘর্ষে একজন নিহত

কুমিল্লার তিতাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় টেঁটাবিদ্ধ হয়ে রেজাউল করিম সেন্টু মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি কলাকান্দি গ্রামের আবদুল জব্বারের ছেলে। সংঘর্ষের সময় উভয়পক্ষে শতাধিক রাউন্ড গুলি বিনিময় হয়। গুলিতে ৪ পুলিশসহ উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও ৩৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। দুপুরে তিতাস উপজেলার কলাকান্দি বাজারে দুই ঘণ্টা ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কলাকান্দি বাজারের আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় কলাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুল্লাহ বাহার ও সাবেক সভাপতি ইব্রাহিম মিয়ার মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় বাহার গ্রুপের ছোড়া টেঁটায় বিদ্ধ হয়ে বাজারের ভাঙ্গাড়ি ব্যবসায়ী ইব্রাহিম গ্রুপের সেন্টু নিহত হয়েছেন। তিতাস থানার ওসি তারেক মোহাম্মদ আবদুল হান্নান জানান, দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। উভয় পক্ষের হাতে অস্ত্র ও টেঁটা থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ৩৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করতে হয়। ঘটনাস্থল থেকে এক মহিলাসহ দুজনকে আটক করা হয়েছে।

 

সর্বশেষ খবর