রবিবার, ২৩ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা
পাংশার গুলিবিদ্ধ নেতার মৃত্যু

গাজীপুরে কুপিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যা

গাজীপুরের কাপাসিয়ায় গতকাল শাহীন আলম নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। অন্যদিকে দুর্বৃত্তদের গুলিতে আহত রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মুন্সী নাদের হোসেনও গতকাল মারা গেছেন। চাঁদপুর ও গাইবান্ধায়ও দুই যুবলীগ নেতাকে কুপিয়ে যখম করার ঘটনা ঘটেছে। কাপাশিয়া প্রতিনিধি জানিয়েছেন, গতকাল সকালে কাপাসিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলমকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, রায়নন্দা গ্রামের মধ্যপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ করার জন্য বাঁশ সংগ্রহ করতে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক চান মিয়াসহ কয়েকজন মুসল্লি একই গ্রামের দক্ষিণপাড়ার হাফিজ উদ্দিন মাস্টারের বাড়িতে যান। এ সময় সাত-আটজন তাদের ওপর হামলা চালায়। স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহীন আলম এর প্রতিবাদ করলে তাকেও দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। পরে উত্তরার শিনশিন জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহীন আলম মারা যান। রাজবাড়ী প্রতিনিধি জানান, দুর্বৃত্তদের গুলিতে আহত রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মুন্সী নাদের হোসেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১টার দিকে মারা গেছেন।
চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুর জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার রাত ১১টায় বাগাদী রোডের ময়দারমিল এলাকায় একদল সন্ত্রাসী তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। বর্তমানে তিনি চাঁদপুর ২৫০ শয্যার জেলারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গাইবান্ধা প্রতিনিধি জানান, পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আমজাদ হোসেনকে (৩৫) কুপিয়ে জখম করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের উপজেলার ঠুটিয়াপুকুর এলাকায় ফাররুকের ছ’মিলের সামনে শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর