রবিবার, ২৩ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা
শাবিতে বন্দুকযুদ্ধ

তদন্তই শুরু হয়নি আরও দুই মামলা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপে বন্দুকযুদ্ধের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি এখনো কাজ শুরু করেনি। সংঘর্ষে একজন নিহত হওয়ার তিন দিন অতিবাহিত হওয়ার পরও তদন্ত কমিটি কাজ শুরু না করায় রহস্যের সৃষ্টি হয়েছে। সংঘর্ষের ঘটনার জন্য ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করেছে। এদিকে, সংঘর্ষের ঘটনায় গতকাল জালালাবাদ থানায় আরও দুটি মামলা হয়েছে। এর মধ্যে একটি নিহত ছাত্রলীগ কর্মী সুমনের মা প্রতিভা দাশ আর অন্যটি শাবিপ্রবির রেজিস্ট্রার ইশফাকুল হোসেন বাদী হয়ে দায়ের করেছেন। সুমনের মায়ের মামলায় অজ্ঞাতনামা ১২০ জন আর রেজিস্ট্রারের মামলায় অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামি করা হয়েছে। গতকাল পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেফতার করেছে। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ৩১। বৃহস্পতিবার ক্যাম্পাসে আধিপত্য বিস্তার ও হল দখলকে কেন্দ্র করে শাবিপ্রবিতে ছাত্রলীগের অঞ্জন-উত্তম ও পার্থ-সবুজ গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র, ছাত্রলীগ কর্মী সুমন চন্দ্র দাশ। এ ঘটনার পর বৃহস্পতিবারই বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট জরুরি সভায় সাবেক রেজিস্ট্রার, গণিত বিভাগের অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাসকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করে। ওই কমিটি গতকাল পর্যন্ত তাদের কার্যক্রম শুরু করেনি। জালালাবাদ থানার ওসি আখতার হোসেন বাংলাদেশ প্রতিদিনকে জানান, শাবিপ্রবিতে সংঘর্ষ ও খুনের ঘটনায় আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া নিহত সুমনের মা প্রতিভা দাশ ও বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ইশফাকুল হোসেন বাদী হয়ে থানায় আরও দুটি মামলা করেছেন।

সর্বশেষ খবর