সোমবার, ২৪ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা
ধর্মীয় দলগুলোর ঘোষণা

গ্রেফতার না হলে ঢাকা ঘেরাওসহ কঠোর কর্মসূচি

২৪ ঘণ্টার মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা না হলে ঢাকা ঘেরাওসহ লাগাতার কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। গতকাল রাতে লতিফ সিদ্দিকী দেশে ফেরার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর এই হুঁশিয়ারি দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী। সরকার যদি নির্ধারিত সময়ের মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার না করে তাহলে তাকে গ্রেফতার না করা পর্যন্ত লাগাতার কঠোর কর্মসূচির বিকল্প কিছু নেই বলেও জানায় সংগঠনটি। আজ সংগঠনটির শূরা সদস্যরা হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীর সঙ্গে বৈঠকে বসবেন বলে এক বিবৃতিতে জানানো হয়। অন্যদিকে ২৪ ঘণ্টার মধ্যে ধর্ম ও রসুল (সা.)-কে অবমাননাকারী লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা না হলে হেফাজতের মতো লাগাতার কঠোর কর্মসূচি দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত। এদিকে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনটির আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে আজ দুপুর ২টায় পুরানা পল্টনের আজাদ প্রোডাক্টস গলিতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সর্বশেষ খবর