মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

রেড অ্যালার্ট দেশজুড়ে

রেড অ্যালার্টে আইন প্রয়োগকারী সংস্থা। সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত বিশেষ বার্তা পাঠানো হয়েছে দেশের প্রতিটি জেলার পুলিশ সুপারদের কাছে। বলা হয়েছে, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও র‌্যাব থাকবে প্রস্তুত। পুলিশের সূত্র জানায়, লতিফ সিদ্দিকীর নিরাপত্তা এবং তার গ্রেফতারের দাবিতে হরতালে দেশজুড়ে সহিংসতা এবং যে কোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতির আশঙ্কায় সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ইতিমধ্যে সরকারের উচ্চ পর্যায় থেকে এ সংক্রান্ত নির্দেশনা পৌঁছে গেছে সংস্থাগুলোর কাছে। পরবর্তীতে পুলিশ এবং র‌্যাব সদর দফতর থেকে জেলা এবং ব্যাটালিয়ন পর্যায়ে দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা।  ধর্মীয় অনুভূতিতে আঘাতের জন্য রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গত রবিবার রাতে লতিফ সিদ্দিকী দেশে ফেরার পর তাকে গ্রেফতার না করায় আজ হরতাল ডেকেছে বিভিন্ন ধর্মীয় সংগঠন। পুলিশ সদর দফতর সূত্র জানায়, দেশের সব জেলা শহরেই অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। সঙ্গে থাকবে র‌্যাব। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সদা সতর্ক থাকবে নিরাপত্তাকর্মীরা। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় নিরাপত্তা বাড়ানো হয়েছে। এরকম স্থাপনাগুলোয় পুলিশের পাশাপাশি বিপুলসংখ্যক আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এ তালিকায় রয়েছে বাংলাদেশ টেলিভিশন ভবন, বেতার ভবন, কমলাপুর রেলওয়ে, সচিবালয় এলাকা, কূটনৈতিক এলাকা, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস, বিদ্যুৎকেন্দ্র, বিশ্ববিদ্যালয় এলাকা, বাস, লঞ্চ টার্মিনাল ও ভিআইপি এলাকা।
সূত্রমতে, গতকালই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেশের সব জেলার পুলিশ সুপারের কাছে একটি ফ্যাক্সবার্তা পাঠানো হয়েছে। বার্তায় মিছিল, মিটিং ও নাশকতা রোধে তাদের বিশেষভাবে সতর্ক থাকার আদেশ দেওয়া হয়। অস্থিতিশীল কর্মকাণ্ড ঠেকাতে প্রয়োজনে যে কোনো পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু ঢাকার নিরাপত্তায় ২০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হবে। এর বাইরে দায়িত্বে থাকবে র‌্যাব, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। এ নির্দেশ পাওয়ার পর সারা দেশে প্রতিটি থানার কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্ব স্ব ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিশেষত কয়েকটি জেলায় বিশেষ সতর্কতা গ্রহণ করা হয়েছে। ঢাকাসহ সব বিভাগ ও গুরুত্বপূর্ণ জেলা শহরগুলো প্রহরার সংখ্যা অনেক বাড়ানো হয়েছে। টহল পুলিশের সংখ্যা বাড়ানো হবে কয়েকগুণ। নির্দেশ পাওয়ার পর থানাগুলোর ওসিরা টহল ব্যবস্থার তদারকি করবেন।

সর্বশেষ খবর