বুধবার, ২৬ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা
বসুন্ধরা সিমেন্ট ওয়ানডে সিরিজ

আজ জিতলেই সিরিজ

আজ জিতলেই সিরিজ

ক্রিকেটে এমন সুখের মুহূর্ত আগে কখনো আর আসেনি। তিন টেস্ট জিতে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার পর ওয়ানডেতে টানা দ্বিতীয় জয়। আজ জিতলেই নিশ্চিত হয়ে যাবে বসুন্ধরা সিমেন্ট ওয়ানডে সিরিজ। প্রতি ম্যাচেই টাইগাররা যেভাবে জিম্বাবুয়েকে নাস্তানাবুদ করছে, তাই আজকের ম্যাচে জয় নিয়েও শঙ্কা থাকার কথা নয়! কিন্তু এই ম্যাচ নিয়েও ভীষণ সতর্ক বাংলাদেশ। অধিনায়ক মাশরাফি যেন আজকের ম্যাচটিকে ‘ডু অর ডাই’ হিসেবে ধরে নিয়েছেন। এই ম্যাচ জিতেই ওয়ানডে সিরিজ নিশ্চিত করতে চান নড়াইল এক্সপ্রেস। কাল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কালকের (আজ) ম্যাচ আমাদের জিততেই হবে। আমরা প্রত্যেকটি ম্যাচই জিততে চাই।  কালকের ম্যাচ জিতলে আমাদের জন্য খুব সহজ হয়ে    যাবে। যদিও কেউই চাইবে না হারতে। আমরাও সর্বোচ্চ চেষ্টাই করব।’পাঁচ ম্যাচের সিরিজে এখন ২-০তে এগিয়ে বাংলাদেশ। সিরিজের প্রথম দুটি ম্যাচই ছিল চট্টগ্রামে। আজকের ম্যাচটি হবে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে। ভেন্যু পরিবর্তন হওয়ায় যাতে পারফরম্যান্সে কোনো পরিবর্তন না হয় সেদিকে সতীর্থদের নজর দিতে বলেছেন ম্যাশ। তাছাড়া অধিনায়ক মনে করেন, পেশাদার ক্রিকেটারদের ‘রিল্যাক্স’ করার সময় নেই। তবে যেহেতু খেলা দিবা-রাত্রির, তাই ‘টস’ একটা বড় ফ্যাক্টর। যদিও চট্টগ্রামে শিশির না থাকায় দুই ম্যাচেই প্রথমে ব্যাটিং করে জয় পেয়েছে বাংলাদেশ। তবে ঢাকায় টসই গড়ে দিতে পারে ম্যাচের ভাগ্য। এ নিয়ে অবশ্য চিন্তিত নন অধিনায়ক। তার চেয়ে নিজেদের পারফরম্যান্সের দিকেই সবাইকে নজর দিতে বলেছেন।
 মাশরাফি বলেন, ‘প্রত্যেকটা ম্যাচই  তো নতুন। সব কিছুই নতুন করে শুরু করতে হবে, প্রথম থেকেই ভালো খেলতে হবে।’

 

সর্বশেষ খবর